প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:২৪:৩৮ প্রিন্ট সংস্করণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : প্রশাসনের উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৫ সাংবাদিক পেল করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ব্যক্তিগত নিরাপত্তা সংরঞ্জাম (পিপিই)। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী সাংবাদিকদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি আতাউর রহমান, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক দেশ রূপান্তরের সোহেল সানী, অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজের সম্পাদক মোস্তাকিম সরকার ও নির্বাহী সম্পাদক মিলন পারভেজ, মানববার্তার ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী বলেন, দেশের এ দুঃসময়ে সাংবাদিকরা যাতে নিজেদের নিরাপত্তা রক্ষা করে দায়িত্ব পালন করতে পারেন এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়া এসব সামগ্রী গণমাধ্যমকর্মীদের মাঝে বিতরণ করা হলো।