প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৭:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব পার্বতীপুর। আজ শুক্রবার সকাল ১০ টায় শহরের লায়ন্স ভবনে ১১৩জন অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে চাল, তেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য ত্রাণ সামগ্রীর প্যাকেট বিরতণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব পার্বতীপুরের প্রেসিডেন্ট সালেহ্ আহাম্মেদ মঞ্জু, সেক্রেটারি লায়ন্স আফজাল হোসেন, লায়ন মাহাবুবুর রহমান, সাজেদুর রহমান, আনোয়ারুল কবির বাদল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অসহায়দের মাঝে করোনা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়। লিও সাজ্জাদ হোসেনসহ অন্যান্য সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।