চট্টগ্রাম

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গবেষক হারুণ হাফিজ

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গবেষক হারুণ হাফিজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন গবেষক মুহাম্মদ হারুণ হাফিজ।বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় তাঁর এ ডিগ্রির অনুমোদন দেয়া হয়।

উক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আমিনের তত্ত্বাবধানে ‘আলাউদ্দিন আল আজাদের সাহিত্যে নিম্মবর্গ’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। তাঁর পরিক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শহীদ ইকবাল এবং বহিঃস্থ সদস্য ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা তারিকুল আহসান। তাঁকে যুগ্ম তত্ত্বাবধায়ক হিসাবে সহযোগিতা করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর তাসলিমা বেগম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মোনাফ সিকদার বাড়ীতে ৫ সেপ্টেম্বর ১৯৭৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন কথাশিল্পী হারুণ হাফিজ। বাবা মীর আহমদ সিকদার এবং মাতা মরহুমা হফেজা বেগম। বাবা মায়ের সাত সন্তান-সন্তুতির মধ্যে হারুন প্রথম।

তিনি কৃতিত্বের সাথে ১৯৯৩ সালে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পাশ করেন। তিনি কোলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ ও ২০০২ সালে কৃতিত্বের সাথে বাংলা অনার্স ও এম.এ পাস করেন এবং ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘আলাউদ্দিন আল আজাদের ছোট গল্পে নিম্নবর্গ’ বিষয়ে এম.ফিল ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানীয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতা ও গবেষণার সাথে সাথে সাহিত্য চর্চা সমান তালেই চালিয়ে যাচ্ছেন।

তিনি একাধারে কবি ও গবেষক। রম্য লেখক হিসেবে সুপরিচিত তিনি। উনার লেখা উপন্যাস সমুদ্রের ডাক (২০১৯), কাব্যগ্রন্থ বিষণ্ণ প্রহর (২০২০)। বর্তমানে অধ্যাপনার পাশাপাশি ধর্মীয়, অধ্যাত্তিক, বিচ্ছেদ ও আধুনিক গানের লেখক ও শিল্পী। বাস্তব জীবনে অত্যন্ত সহজ সরল ও মানবিক। বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তিনি।

আরও খবর

Sponsered content