প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:২৯:১১ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে বে–সরকারী সংস্থা ডাক দিয়ে যাই এর পক্ষ থেকে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৩ হাজার পরিবারের মাঝে নগদ ৩০ লক্ষ টাকা ও সাবান, মাস্ক বিতরণ করা হয়েছে। ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শাহ্জাহানী গাজী, উপ–নির্বাহী পরিচালক জনাব শাহানাজ পারভীনের স্ব–উদ্যোগ ও নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার ডাক দিয়ে যাই সংস্থার পিরোজপুরস্থ প্রধান কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পরিবার গুলোর মাঝে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।
জেলা সমাজ সেবা উপ পরিচালক মো. আক্তারুজ্জামান, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান নাছিম আলী সহ ডাক দিয়ে যাই সংস্থার কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বিতরণকালে করোনা ভাইরাসের প্রার্দূভাবে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারে নগদ ৯ শত টাকা ও দুটি সাবান ও দুটি করে মাস্ক প্রদান করা হয়।