প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৪:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে সুদখোর পিতা-পুত্র সুদের টাকা না পেয়ে বাড়িতে হামলা করে জেলেখা বেগম (৫০) নামের এক গৃহবধূর হাত ভেঙে দিয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বামী ও তার অনার্স পড়–য়া মেয়েকেও নির্দয়ভাবে পেটানো হয়। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূ ও তার মেয়েকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার হাসানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও আব্দুর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের সাজেদুর রহমান ও তার ছেলে মানিক মিয়া এলাকায় প্রতিষ্ঠিত সুদখোর ব্যবসায়ী।
তাদের কাছ থেকে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে জুয়েল মিয়া ওই সুদখোর পিতা-পুত্রের কাছে প্রতিমাসে ১৬ হাজার টাকা সুদে ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নেয়। প্রতি মাসে কিস্তি দিয়ে ঋণের টাকা পরিশোধ করলেও এক মাসের সুদের ১৬ হাজার টাকা না পেয়ে গত রোববার বিকেলে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়।
এ সময় আব্দুর রহমানের স্ত্রী জেলেখা বাড়ির সামনে পড়শীদের সাথে কথা বলা অবস্থায় সুদখোর পিতা ও পুত্র জুলেখা বেগমকে নির্দয়ভাবে লাঠি দিয়ে পিটিয়ে তার একটি হাত ভেঙে দেয়। মাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে পেটায়। মারাত্মক আহত অবস্থায় মা ও মেয়েকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আব্দুর রহমান জানান, তার ছেলে মাসে ১৬ হাজার টাকা সুদে ওই সুদখোর পিতা-পুত্রের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়েছিল। কয়েক মাস সুদ দেয়ার পর আসল টাকা পরিশোধ করা হলেও এক মাসের সুদের টাকার জন্য সুদখোর বাপ-বেটা আমার বাড়িতে এসে আমার স্ত্রী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে প্রকাশ্য দিবালোকে নির্দয়ভাবে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে স্ত্রীর বাম হাত ভেঙে গেছে, মেয়ের মাথাও ফাটিয়েছে। আমি এর বিচার চাই।