দেশজুড়ে

পীরগঞ্জে পুলিশের ত্রাণ বিতরণ

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৮:৫০:১০ প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ত্রাণ বিতরণ করেছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানা কার্যালয় প্রাঙ্গনে অসহায় ১শ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, পুুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, সহকারি পুলিশ সুপার আরমান হোসেন পিপিএম, অফিসার ইনচার্জ সরেস চন্দ্রসহ থানার সকল পুলিশ অফিসারবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পীরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া ১’শ পরিবারের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পিঁয়াজ, মরিচ, আদাসহ ৮ পদের পণ্য প্রদান করা হয়। এ সময় বিপ্লব কুমার সরকার বলেন করোনায় আতংক নয়, সচেতনতা বাড়াতেই মানুষকে নিরাপদে থেকে সামাজিক দুরত্ব¡ বজায় রেখে চলাফেরা, মাস্ক ব্যবহারে গুরুত্ব এবং অযথা বাড়ীর বাইরে ঘোরাফেরা না করার আহবান জানান। 

আরও খবর

Sponsered content