প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৬:৩৪:০০ প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের কাউয়াপুকুর বাজার এলাকায় ‘মানবিক উদ্যোগ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫ গ্রামের ৩শ অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে ওই ত্রাণ বিতরণ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাসুদ চৌধুরী, সমাজ সেবক মোছা. তাকিয়া জাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মেছবাহুর রহমান, ফজলুল হক, মিঠু আর্মি প্রমুখ। মহামারী করোনা ভাইরাসে কর্মহীন অসহায় পরিবারকে চাল, ডাল, আলু, লবন, সরিষার তেল ও সাবান প্রদান করা হয়।