দেশজুড়ে

পীরগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৫০:২৩ প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবারে দু’দফায় পুনর্বাসন ও প্রণোদনা হিসেবে ৫ হাজার ৭ শত ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস হলরুমে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা হাসিবুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।

আরও খবর

Sponsered content