প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৭:৪৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের স্বরূপকাঠিতে পূজার ফুল ও উপকরণ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক মন্দির সেবাইতের মৃত্যু হয়েছে। নিহতের নাম সঞ্জীব সিকদার (৬৫)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্বরপকাঠি-নবগ্রাম- বরিশাল সড়কের জিন্দাকাঠি এলাকার বিজন মৃধার বাড়ি সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জীব উপজেলার কুড়িয়ানা গ্রামের রজনীকান্ত সিকদারের ছেলে। সে কুড়িয়ানার দীলিপ সিকদার বাড়ি মন্দিরের সেবাইত ছিলেন। নেছারাবাদ থানার ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন সকালে জিন্দাকাঠি থেকে দুর্গাপূজার উপকরণ ফুল ও সোমেদ গাছের ডালপাতা আনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সঞ্জীবকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।











