দেশজুড়ে

পুলিশের ঈদ বোনাসে চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩শ’ পরিবারকে ঈদ উপহার 

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৭:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদস্যদের ঈদ বোনাস ও বেতনের টাকার একটি অংশ থেকে সাড়ে ৩শ’ দুস্থ ও করোনায় কর্মহীন পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ও ইকবাল হোছাইন, সদর থানার অফিসার ইনচার্য জিয়াউর রহমান, পরিদর্শক(তদন্ত) কবির হোসেন, পরিদর্শক(অভিযান) মিন্টু রহমান সহ অনান্যরা।
উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল,২ কেজি আলু, ২কেজি ডাল,২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি পোলাউ চাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি সেমাই, গরম মসল্লা ও ১ টি করে সাবান।   
 

আরও খবর

Sponsered content