প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুইটি পৃথক আদেশে বাংলাদেশ পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
এতে দেখা গেছে, সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদসহ ডিআইজি সমমর্যাদার ১৪ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।
বদলি করা অন্য কর্মকর্তারা হলেন-পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে, রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে ও ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। অন্য একটি আদেশে আরও ৭ জনকে বিভিন্ন স্থানে বদলি করা হয়।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন।