বাংলাদেশ

পুলিশ প্রতিরোধ সত্ত্বেও শাহবাগে শিক্ষকদের অবরোধ, যান চলাচল বন্ধ

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৩:১৪:১০ প্রিন্ট সংস্করণ

পুলিশ প্রতিরোধ সত্ত্বেও শাহবাগে শিক্ষকদের অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর শাহবাগ মোড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে অবরোধ করেছেন। বুধবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় দখল করেন, যার ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ের দিকে রওনা হওয়া শিক্ষকদের পথে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ থানার পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখে। তবে শিক্ষকরা বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে মোড় অবরোধ করেন।

শিক্ষকরা স্লোগান দেন, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না’, ‘আমি কে, তুমি কে শিক্ষক শিক্ষক’, ‘প্রজ্ঞাপন দিতে হবে’। তাদের তিনটি মূল দাবি হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, শিক্ষক ও কর্মচারীর জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

সকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার পর শিক্ষক-কর্মচারীরা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী দুপুর ১২টায় শাহবাগ অবরোধের কথা ঘোষণা করেছিলেন। তবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছু সময় অপেক্ষা করেন। ফলপ্রসূ সমাধান না আসায় শেষপর্যন্ত তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় দখল করেন।

আরও খবর

Sponsered content