প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৫:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ
পূবালী ব্যাংক পিএলসির বাগেরহাট শাখায় ইসলামিক কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে রেইল রোড পূবালী ব্যাংকের বাগেরহাট শাখায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ মো: সামছুদ্দোহা।
বাগেরহাট শাখার ব্যবস্থাপক কে এম রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উত্তরা ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান, আলহাজ্ব ইমদাদ আলী পাইক, আনিছুর রহমান, পূবালী ব্যাংকের ম্যানেজার ( অপারেশন) মো. সাদিক হোসেন বাপি, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও: মোহাস্মদ উল্লাহ আরেফী প্রমুখ।
বক্তারা বলেন, পূবালী ব্যাংক শরিয়াভিত্তিক ব্যাংকিং কার্যক্রম চালুর মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। এতে শরীয়ত সম্মতভাবে গ্রাহকরা লেনদেন পরিছন্ন করতে পারবেন।
এ সময় পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।