দেশজুড়ে

পূর্বাচল ৩০০ ফুট সড়কে যৌথ বাহিনীর অভিযান

  প্রতিনিধি ১২ জুন ২০২৫ , ৭:৫৫:০৪ প্রিন্ট সংস্করণ

পূর্বাচল ৩০০ ফুট সড়কে যৌথ বাহিনীর অভিযান

পূর্বাচল ৩শ’ ফুট সড়কের পশি ল্যাংটার মাজার এলাকায় ১১জুন বিকেল থেকে রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। ঈদুল আযহার পরবর্তী সময়ে যানবাহনের অতিরিক্ত চাপ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্বাচল সেনাবাহিনীর ক্যাম্পের সমন্বয়ে ট্রাফিক পুলিশ, রূপগঞ্জ ও খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩শ’ ফুট সড়কের সাড়ে তিন শতাধিক যানবাহন পরিদর্শন করা হয়। এদের মধ্যে তিনটি মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মে সাতটি যানবাহন জব্দ করা হয়। চকপোস্টে অবৈধ পার্কিং, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং অতিরিক্ত গতির মতো বিভিন্ন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পূর্বাচলের ৩শ’ ফুট সড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। পূর্বাচলের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।   

আরও খবর

Sponsered content