প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ১১:২৪:০৫ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে একাধিক মামলা করেছিল ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। খারিজ করে দেয়ার তালিকায় অন্যসব জায়গার মতো যুক্ত হলো পেনসিলভানিয়াও।
শনিবার মামলাটি খারিজ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি গিলিয়ানি পেনসিলভানিয়ায় জেতার আশায় এ মামলা করেছিলেন।
তবে বিচারক ম্যাথু ব্রান মামলাটি বাতিল করে বলেন, ভোটে অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তার কোনও ভিত্তি নেই।
এই মামলাটি খারিজ হওয়ার ফলে আগামী সপ্তাহেই পেনসিলভানিয়ার নির্বাচনের ফল প্রকাশ হবে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্পের চেয়ে ৮০ হাজার ভোটে এগিয়ে আছেন বাইডেন।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট ইলেকটোরাল কোলাজ ভোট ৫৩৮টি।এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। বাইডেনের ভোটের সংখ্যা ৩০৬টি।