রাজশাহী

পোরশায় করোনায় ডাক্তার সহ আরো ৩ জন আক্রান্ত

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৭:৪৩:১৫ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ডাক্তারসহ আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন মহিলা ডাক্তার এবং নিতপুর মাষ্টারপাড়ার একই পরিবারের দুইজন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর একজন দেড় মাসের শিশু মারা গেছেন। শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে একজনকে পোরশা সরকারী কলেজে স্থাপিত আইসোলেশন সেন্টারে এবং অন্যদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।