প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৮:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ২৪ ঘন্টায় নতুন করে ছয় ইউপি সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ানসহ ১৬ জনের করোনা পজিটিভ হয়েছে। গত ২১ জুন এদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে এই রিপোর্টগুলো পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে ছয় ইউপি সদস্যসহ ৭ জন গাঙ্গুরিয়া, ল্যাব টেকনেশিয়ান সহ ৭ জন নিতপুর, ১ জন তেঁতুলিয়া ও ১ জন মশিদপুর ইউনিয়নের বাসিন্দা। এই ১৬ জন নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। ১ জন মারা গেছেন। আক্রান্ত বাকী ২৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।