প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২০ , ৪:৪১:১৬ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে নওগাঁর পোরশায় বিশেষ চাহিদা সম্পন্ন ঝুঁকিতে থাকা শিশুদের ফিজিওথেরাপী প্রদান করা হয়েছে।
প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর আয়োজনে এবং মোবারক হোসেন প্রতিবন্ধি বিদ্যালয় পোরশার বাস্তবায়নে রোবাবর দুপুরে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গনে চিকিৎসা সেবা ক্যাম্প বসিয়ে ফিজিওথেরাপী দেওয়া হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস ডা. গোলাম কিবরিয়া, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।