রাজশাহী

পোরশায় রেশম চাষি সমাবেশ

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের উদ্যেগে ও জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় ভোলাহাটের আয়োজনে রেশম চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা অন্বেষণ বিষয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ইউএনও নাজমুল হামিদ রেজা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর পরিচালক নাসিমা বেগম। অন্যান্যের মধ্যে রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর উপ-পরিচালক রাশেদুল হক, সহকারী কমিশনার(ভূমি) জাকারিয়া হোসেন, নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।