প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৬:০০:২৬ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীন তিনশতাধিক গরীব মানুষের মাঝে ত্রাণ হিসাবে চাল বিতরণ করেছেন নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী। তিনি রবিবার নিজ উদ্যোগে গাঙ্গুরিয়া ইউনিয়নের একাধীক স্থানে কর্মহীনদের মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেছবাহ উল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, গাঙ্গুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।