প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৪:৫০:০৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পোরশায় দ্বিতীয়বার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নিতপুর স্কুল এন্ড কলেজে জেলেপাড়া গ্রামের আশ্রয় গ্রহণকারী ৩০ টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল প্রদান করা হয়। এসময় নিতপুর ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান আবুল কালাম শাহ্, ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।