রংপুর

প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রয় করায় উলিপুরে মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৫:১৪:১০ প্রিন্ট সংস্করণ

প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রয় করায় উলিপুরে মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রয় করার অপরাধে মাছ জব্দ ও মৎস্য ব্যবসায়ীর আর্থিক জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৬ অক্টোবর) বিকালে পৌর মাছ বাজারে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সারা দেশে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ করণ, বাজারজাত করণ, ক্রয় ও বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে উলিপুর উপজেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হয়।

এদিকে সোমবার বিকালে মৎস্য ব্যবসায়ীরা পৌর বাজারে ইলিশ মাছ বিক্রয় করছেন এমন অভিযোগ উঠে। এ ঘটনায় পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে পৌরসভার রামধাস ধনিরাম মাঝিপাড়া এলাকার হেসকার দাসের ছেলে নিখিল চন্দ্র (৪২) এর কাছে ১০ কেজি ইলিশ মাছসহ তাকে আটক করা হয়।

এ সময় অপর এক ব্যবসায়ী সুধির দাস (৩২) সাড়ে ৭ কেজি মাছ রেখে পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুধির দাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সাড়ে ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করেন। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানা দিয়ে মুক্তি পান। জব্দকৃত ইলিশ মাছ গুলো স্থানীয় এতিম খানায় দেয়া হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় ২৫শে অক্টোবর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ মাছ ধরা ও বাজারজাত করতে না পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে। 

আরও খবর

Sponsered content