রংপুর

প্রতিবন্ধী রশিদার পাশে অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২১ , ৮:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হুইল চেয়ারের আকুতি জানানো সেই প্রতিবন্ধী রশিদা খাতুনের পাশে দাঁড়িয়েছেন অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় ‘একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী রশিদা খাতুনের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সমর আলীর নজরে আসে সংবাদটি। পরে মানবতার হাত বাড়িয়ে দেন তিনি।

সমর আলীর নির্দেশনায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারী এলাকার আব্দুর রশিদের মেয়ে রশিদা খাতুনের বাড়িতে গিয়ে গতকাল তার কাছে একটি হুইল চেয়ার হস্তান্তর করেন ওই সংগঠনের একদল সেচ্ছাসেবক।

এ সময় উপস্থিত ছিলেন অন্নদানগর তরুন স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি ও এডমিন মুস্তাফিজুর রহমান, এডমিন রিয়াদ হোসেন রতন, সোহানুর রহমান সুমন, বøাড ব্যাংক কুড়িগ্রাম এডমিন প্যানেলের আজাদ মন্ডল, দুর্জয়, সানাউল রনি, হুসাইন আলি, নাগেশ্বরীর শাহানুর রহমান বাবু।

আরও খবর

Sponsered content