আন্তর্জাতিক

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরিয়ে দেওয়ার পথে নেতানিয়াহু

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১২:১৫ প্রিন্ট সংস্করণ

প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরিয়ে দেওয়ার পথে নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অপসারণের পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্যালান্টের স্থলে নিউ হোপ দলের চেয়ারম্যান গিদেওন সা’আরকে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সম্প্রচারমাধ্যম ক্যান। নেতানিয়াহুর কার্যালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এই প্রতিবেদন প্রকাশে পর, কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির টুইট করে বলেছেন, তিনি কয়েক মাস ধরেই গ্যালান্টকে অপসারণের দাবি জানিয়ে আসছেন এবং এখন তা অবিলম্বে করা উচিত।

গ্যালান্টকে সরিয়ে দেওয়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছে। তবে গিদেওন সা’আর জুলাই মাসে এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। আগস্টে চ্যানেল ১২ জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা সা’আরকে প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি, যার ফলে আলোচনাগুলো ভেস্তে যায়।

এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। আগস্টে চ্যানেল ১২ জানিয়েছিল যে নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা সা’আরকে প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি, যার ফলে আলোচনাগুলো ভেস্তে যায়।চ্যানেল ১২-এর খবর অনুসারে, সা’আর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন। তবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। পরিবর্তে তাকে পররাষ্ট্র বা বিচার মন্ত্রণালয়ের মতো অন্যান্য দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। যা তিনি প্রত্যাখ্যান করেন।

সা’আরের একজন মুখপাত্র তখন এই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কোনও আলোচনা হয়নি, তাই ভেস্তে যাওয়ার প্রশ্নই ওঠে না।

নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ায়, সা’আরকে প্রতিরক্ষামন্ত্রী করার গুঞ্জন আবার ছড়িয়ে পড়েছে। সা’আরের দল নিউ হোপ এই বছর জোট থেকে বেরিয়ে যায় যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্থান না দেওয়ায়। সা’আর গাজা যুদ্ধে সরকারের ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং নেতানিয়াহুর বিরোধিতায় একটি ডানপন্থি জোট গঠনের জন্য আপস করার ইচ্ছা প্রকাশ করেছেন।

আরও খবর

Sponsered content