প্রতিনিধি ৪ জুন ২০২২ , ৭:১২:২৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি:
সারাদেশে বিএনপি ও জামাতের নেতা কর্মীরা সভা সমাবেশ থেকে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি মূলক মন্তব্য এবং হত্যার হুমকি দিচ্ছেন এর প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন।
বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ৪ঠা জুন(শনিবার) সকালে জেলা কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে,পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্ছের সামনে এসে শেষ হয়।
এসময় জেলা আওয়ামীলীগ এর সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাস, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ সহ জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মহীলালীগ ও আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে থেকে বক্তারা বিএনপি ও জামাতের সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা কটুক্তি মূলক মন্তব্যের কড়া সমালোচনা করে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করে না, বিগত বিএনপি জোট সরকারের সময় তারা আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর অনেক অত্যাচার ও নির্যাতন করার পরেও আমদের দল ক্ষমতায় আশার পর এখনো পর্যন্ত কোন বিএনপি ও জোটের কোন নেতাকর্মীদের অসুবিধায় ফেলি নি,আমরা তাদের গনতান্ত্রিক অধিকারের পথকে আটকে দেই নি,কিন্তু তারা তাদের সভা সমাবেশ থেকে তাদের দলীয় নেতা-কর্মীরা যে ভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চরম কটুক্তি মূলক মন্তব্য ও হত্যার হুমকি দিয়ে ভাষন আর শ্লোগান দিচ্ছে তা আর সৌয্য করা হবে না।
বক্তারা আরো বলেন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর হতে পার্বত্য বান্দরবানে ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ড হয়েছে আগামীতেও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এই জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখবে।