চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নবীনগরে বৃক্ষরোপণ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বৃক্ষরোপণ এর মধ্য দিযয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক এর তত্ত¡াবধানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কল্লোল, সংগঠনের সভাপতি মো. আবু কাওসার, সহ-সভাপতি ওবায়দুর রহমান বাদল, তৌফিকুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমণ আহমেদ মাস্টার, সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান দিপু, মোহাম্মদ ওয়াসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাহসিন ভূঁইয়া রুম্মান, সম্মানিত কার্যকরী সদস্য মো. কালন হোসেন মাস্টার, ফায়ার সার্ভিসের লিডার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content