প্রতিনিধি ৪ মে ২০২০ , ৬:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে শিবচরের কওমী মাদ্রাসা ও এতিমখানায় অনুদানের অর্থ বিতরন করা হয়েছে। চীফ হুইপ নূর–ই আলম চৌধুরীর দিক নির্দেশনায় অনুদানের এ অর্থ বিতরন করা হয়।
জানা যায়, সোমবার দুপুরে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে উপজেলার কওমী মাদ্রাসা ও এতিমখানার দু:স্থ ও এতিম শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরনের আয়োজন করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫১ টি কওমী মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে ৭ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।