দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সুজানগর মুক্তিযোদ্ধাদের অর্থ প্রদান

  প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৭:৫৮:৩২ প্রিন্ট সংস্করণ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের কারণে অসহায় গরীব মানুষদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছেন সুজানগর উপজেলার মুক্তিযোদ্ধারা। বুধবার জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য  নগদ ৩ লক্ষ ৩১ হাজার টাকা হস্তান্তর করেন পাবনার বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মজিদ সরদার ও ডেপুটি কমান্ডার আলহাজ আব্দুল হাই। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক আফরোজা আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ,বি,এম ফজুলর রহমান,  মুক্তিযোদ্ধা  ইবাদত আলী বিশ্বাস, মতিউর রহমান, আব্দুল জব্বার ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content