প্রতিনিধি ২০ অক্টোবর ২০২০ , ৬:২৯:০৯ প্রিন্ট সংস্করণ
ইবি প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির উদ্যোগে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট চেক হস্তান্তর করেন তাঁরা। চেক হস্তান্তরকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারন সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি মোকাবেলায় যেভাবে কাজ করছেন সে কাজে শরিক হয়ে তাঁকে সহযোগিতা করতেই আমাদের এই উদ্যোগ।