প্রতিনিধি ৭ মে ২০২০ , ৮:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ
নকলা(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলায় ৯ম বারের মত ৫২ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল, এছাড়া প্রধান মন্ত্রী আরো ১ লাখ পরিবারকে প্রত্যেক পরিবারের যদি সদস্য ৪জন হয় প্রতিমাথা পিছু ৬শ টাকা করে ২৪শ টাকা পরিবারকে প্রধান করবেন।
সারাদেশে দুই কোটি লোক এই সুবিধা অন্তর্ভূক্ত হবেন। তবে, অগ্রাধিকার তালিকা করবেন ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পিআইও, মেয়র, কমিশনার। কোনোরূপ অনিয়ম হলে তার জন্য কোন ক্ষমা করা হবে না। নকলা উপজেলায় ৭ হাজার ২শ ৬০ কার্ড মানবিক সহযোগীতার সুযোগ পাবেন।