প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৫:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না। তিনি অসচ্ছল, কর্মহীন মানুষের দোড়গোড়ায় খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। মন্ত্রী বুধবার পিরোজপুর পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ডে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে একথা সব বলেন।
তিনি বলেন,পৃথিবীর যে কোন দেশের থেকে করোনা মোকাবেলায় সুনির্দিষ্ট ও সু পরিকল্পিতভাবে আগাচ্ছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দেশের জনগনের মৌলিক সেবা নিশ্চিত করতে শেখ হাসিনা বদ্ধ পরিকর। ৫০ লক্ষ মানুষের খাদ্য সহায়তা প্রদান এর কার্যক্রম ইতিপূর্বে শুরু হয়েছে এবং নতুন করে আরও ৫০ লক্ষ মানুষের তালিকা তৈরি করা হচ্ছে। এ কার্যক্রম ৩ বছর পর্যন্ত চলমান থাকবে।
এ নিয়ে পিরোজপুর–নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার ০২টি পৌর এলাকা ও ২৬টি ইউনিয়নের ২৫২ টি ওয়ার্ডের কর্মহীন, অসচ্ছল মানুষের মাঝে আরও ১৫ হাজার প্যাকেট বিতরণ শুরু হল। মন্ত্রী বলেন দেশের একখন্ড জমিও যাতে অনাবাদি না থাকে তার ব্যবস্থা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা প্রতিরোধে আমাদের আরও সচেতন হতে হবে।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোঃ হায়াতুুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ–সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. রাজ্জাক খান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কামরুজ্জামান খান শামীম উপস্থিত ছিলেন।
শহরের পুরাতন বাসস্ট্যান্ডে মন্ত্রীর পক্ষের এ মালামাল বিতরণের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম। এরপর শহরের সিআই পাড়ায় মন্ত্রী কর্মহীন জনসাধারনের মাঝে স্বল্পমূল্যে টিসিবি’র মালামাল বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন।
পিরোজপুরে এ পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে ১৩ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন ও বিভিন্ন স্থানে জীবানুনাশক পানি ছিটিয়ে জীবানুমুক্ত করাসহ নিম্ন মধ্যবিত্তদের বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। এছাড়া পিরোজপুরের আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।