প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৭:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ
সাহেব, দিনাজপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে ২৪ এপ্রিল শুক্রবার দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, চিনি, সাবানসহ খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির খান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল মুক্তি বাবু প্রমুখ। এ সময় রাজু বলেন, এই সংকটে দেশের মানুষ যেন না খেয়ে থাকে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি আপনাদের জন্য এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন দলমত নির্বিশেষে কারো খাওয়ার কষ্ট হবে না। দিনাজপুরের মানুষের কষ্ট হবে না। আপনারা এই করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য বিধি মেনে চলুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের মাধ্যমেও ব্যাপক খাদ্য সামগ্রী বিতরন করছেন। তাই ঘরে থাকুন সুস্থ্য থাকুন।