ঢাকা

প্রধান নির্বাচন কমিশনের সাথে ঢাকার ৫টি আসনের প্রার্থীদের মতবিনিময়

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৬:১২:৩৯ প্রিন্ট সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনের সাথে ঢাকার ৫টি আসনের প্রার্থীদের মতবিনিময়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা জেলার ৫টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে প্রধান নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার মিরপুর আগারগাঁও নির্বাচন ভবনের বেজমেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এই মতবিনিময় সভায় ঢাকা-১, ২, ৩, ১৯ ও ঢাকা-২০ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ জাতীতাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মেম্বার সহ ৫টি আসনের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content