বিনোদন

প্রায় দুই দশক পর বড়পর্দায় একসঙ্গে ফিরছেন সালমান খান ও গোবিন্দ

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ২:২১:০৭ প্রিন্ট সংস্করণ

প্রায় দুই দশক পর বড়পর্দায় একসঙ্গে ফিরছেন সালমান খান ও গোবিন্দ

প্রায় দুই দশক পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই জনপ্রিয় তারকা—সালমান খান ও গোবিন্দকে। দুজন শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত সুপারহিট কমেডি ফিল্ম পার্টনার-এ। এবার সেই জুটি আবার ফিরতে চলেছেন নতুন এক প্রজেক্টে।

গোবিন্দ দীর্ঘদিন ধরেই বড়পর্দা থেকে দূরে। তাকে টেলিভিশনের নানা রিয়েলিটি শো ও টকশোতে দেখা গেলেও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙিলা রাজার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এবার বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরেই তার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সালমান ও গোবিন্দের নতুন এই প্রজেক্টের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। ছবির নাম ও কাহিনি এখনও প্রকাশ করা হয়নি, সবকিছুই রাখা হয়েছে গোপন। তবে এটি যে বড় বাজেটের ও দর্শকদের জন্য বড় এক সারপ্রাইজ হতে চলেছে, তা নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। সম্প্রতি বিগ বস ১৯–এর মঞ্চে গোবিন্দর স্ত্রী সুনীতা সালমান ও গোবিন্দর একসঙ্গে কাজের ইঙ্গিত দেন। এরপর গোবিন্দ নিজেও সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “নতুন শুরুর জন্য প্রস্তুত।”

ভক্তদের প্রত্যাশা এখন একটাই—দুজনের এই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে, সেটিই দেখার বিষয়।

আরও খবর

Sponsered content