প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ
কলেজপড়ুয়া মেয়ে সম্পর্কে জড়িয়েছিলেন এক তরুণের সঙ্গে। সে সম্পর্কে আপত্তি ছিল বাবা-মায়ের। তবে মেয়ে তাতে কর্ণপাত করেনি। উল্টো ঘর ছাড়েন প্রেমিকের হাত ধরে। আর এ কথা জানতে পেরে আত্মহত্যা করলেন বাবা-মা।
ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ কেরলার একটি গ্রামে। মৃত দম্পতি নাম উন্নিকৃষ্ণ পিল্লাই এবং বিন্দু
কলকাতার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছিলেন তরুণী। কিন্তু তার সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকতো। মেয়ে যে তরুণের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাকে পছন্দ ছিল না বাবা-মায়ের। এ নিয়ে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন দম্পতি।
এরমধ্যেই প্রেমিকের সঙ্গে মেয়ের পালিয়ে যাওয়ার খবর পেয়ে আত্মহত্যা করেন তারা।
আত্মীয়রা বলছেন, তরুণীর বাবা-মা তাদের মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সারা ক্ষণ চিন্তা করতেন। মেয়ের কারণে ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা। এ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণীর বাবা-মা।
পুলিশ বলছে, শনিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তরুণীর বাবা-মা।