প্রতিনিধি ১০ মে ২০২০ , ১:৫০:০০ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী জোয়া মোরানি। এই অভিনেত্রী প্রযোজক বাবা করিম মোরানি, বোন সাঝা মোরানি সবাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সবাই সুস্থ আছেন।
গতকাল (৯ মে) মুম্বাইয়ের নায়ার হাসপাতালে তিনি রক্তদান করেন তিনি। নিজের ইনস্টাগ্রামে রক্তদানের কথা জানান জোয়া।
তিনি জানালেন, করোনা থেকে মুক্ত হয়েছেন যে কোনও ব্যক্তি প্লাজমা থেরাপির কাজে আসতে পারেন। ওই রক্তদানের জন্য তাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে এবং একইসঙ্গে ৫০০ রুপিও তিনি পেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জোয়া বলেন, মিথ্যে বলবো না, এই উপলব্ধি ভীষণ আনন্দদায়ক।
বলিউডে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন জোয়া। যদিও পরিচালনাতে তার আগ্রহ ছিল না। মূলত অভিনয়টা ঠিক মতো রপ্ত করার জন্যই ওম শান্তি ওম, হাল্লা বোল ছবি দুটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
এই অভিনেত্রীকে অলওয়েজ কাভি কাভি, মাস্তান, ভাগ জনি ছবিগুলোতে দেখা গেছে। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করেছেন জোয়া। তাকে আকরি, ভূত পূর্ব ওয়েবে দেখা গেছে।