রংপুর

প গড়ে কাঁচা চা পাতার মূল্য হ্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৭:৩৪:৩২ প্রিন্ট সংস্করণ

DCIM CAMERA

প গড় প্রতিনিধি : প গড়ে চা কারাখানা কতৃক অবৈধ ভাবে কাঁচা চা পাতার মূল্য হ্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ স্মল টি গার্ডেন ওর্নাস এসোসিয়েশন এর সদস্যরা। রোববার দুপুরে প গড় প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের নেতারা জানান, প্রতি মৌসুমে ১৫টি চা নিলাম বাজারের গড় মূল্যের ওপর ভিত্তি করে কাঁচা চা পাতা মূল্য নির্ধারণ কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। চলতি মৌসুমে উক্ত কমিটি বিগত সভায় প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ১৪টাকা নির্ধারণ করা হয়। কিন্তু ১৫টি নিলাম সম্পন্ন হওয়ার পূর্বেই স্থানীয় চা কারখানা মালিকদের সিন্ডিকেট মূল্য নির্ধারণ কমিটিকে অগ্রাহ্য করে একতরফা ভাবে অসৎ উদ্দেশ্যে গত ২৫জুন থেকে মূল্য হ্রাস করে ১৪ টাকার স্থলে ১২টাকা মূল্য নির্ধারণ করে এবং হ্রাসকৃত মূল্যে কাঁচা চা পাতা বিক্রি করতে বাধ্য করে। চা কারখানার সিন্ডিকেট মূল্য হ্রাসের সঙ্গে বিভিন্ন অযুহাতে মনগড়া ও মর্জী মাফিক চা চাষীর সরবরাহকৃত কাঁচা চা পাতার ওজন হতে ২৫ হতে ৩০ ভাগ পর্যন্ত কর্তন করে মূল্য প্রদান করছেন। ফলে চা বাগান মালিক ও চা চাষিরা উৎপাদন খরচের অনেক কম মূল্যে কাঁচা চা পাতা বিক্রয় করতে বাধ্য হচ্ছে এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছেন। এসময় বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুল হকখোকন লিখিত পত্র পাঠ করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন এর উপদেষ্টা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আবুবক্কর সিদ্দিক ও বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সদস্য ও প গড় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content