চট্টগ্রাম

ফটিকছড়িতে জামে মসজিদে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৭:০৩:৪২ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়িতে জামে মসজিদে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা কামনা

ফটিকছড়ির ঐতিহ্যবাহী মৌলভী আবদুর রহিম জামে মসজিদ” বি, এস, খতিয়ানের ভুল বশতঃ পাঠকনগর পাড়া জামে মসজিদটি বিগত প্রায় শতবছর ধরে মৌলভী আবদুর রহিম সাহেবের বাড়ী তথা সমাজ দ্বারা দাতা সদস্যদের সার্বিক সহযোগিতায় সূচারু রূপে পরিচালিত হয়ে আসছে।

বিগত ৪/৫ বছর আগে মৌলভী আবদুর রহিম সাহেবের গোষ্ঠী বহির্ভূত উপসমাজটি আরেকটি নতুন সমাজে বিভক্ত হলে, ঐ সমাজের কতিপয় কিছু কুচক্রী ও দুঃকৃতকারী- মসজিদ টিকে দখলে নিতে অপ-তৎপরতা চালায়।

এর বিরূদ্ধে মৌলভী আব্দর রহিম সাহেবের বাড়ীর লোকজন স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন ও ওয়াকফ এস্টেটে অভিযোগ দায়ের করেন। গত ৪ মে ২০২৪ ইং বাংলাদেশ ওয়াকফ স্টেট কর্তৃক মৌলভী আবদুর রহিম সাহেবের বংশ বংশধর পুত্র মৌলভী আতিক উল্লাহকে উক্ত মসজিদের মোতাওয়াল্লী নিযুক্ত করেন।

এতে কুচক্রী মহল আরো বেশী অপতৎপর হয়ে নানা ভাবে ষড়যন্ত্র করতে থাকে। এমতাবস্থায় প্রশাসন কর্তৃক কুচক্রী মহলকে নিবৃত না করলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা সংগঠিত হতে পারে। এ ব্যাপারে এলাকাবাসী ও মুসল্লিরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর

Sponsered content