প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:০৫:১৯ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি (চট্টগ্রাম )প্রতিনিধি : ফটিকছড়িতে কর্মহীন হয়ে পড়া সংবাদপত্র হকাদের মাঝে ত্রান সামগ্রী বিতারন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফিন। ২৬ এপ্রিল রোববার বিকালে উপজেলায় ডেকে পাঠিয়ে সংবাদপত্রের হকারদের খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলার মোট ১৫ সংবাদপত্র হকারদের এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
দেশের লকডাউন ঘোষণা হবার পর থেকে ফটিকছড়ির ১৫ জন হকার কর্মহীন হয়ে পড়ে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছিল। এটি অনুভব হওয়ায় ইউএনও স্বয়ং প্রেসক্লাব সভাপতিকে ফোন দিয়ে সংবাদপত্র হকারদের ডেকে পাঠান এবং এ ত্রাণ সামগ্রী প্রদান করেন।