দেশজুড়ে

ফটিকছড়িতে নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২১ , ৫:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দে বিরুদ্ধে কটুক্তি ও দলের নাম ভাঙিয়ে শোক সভা আয়োজনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। উপজেলা সদরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করে মহিলা আওয়ামী লীগের নামে সভা আহ্বান করে একটি পক্ষ দলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করেছিল। প্রশাসনের তড়িৎ পদক্ষেপের কারণে তাঁরা তা করতে পারেনি।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে নাজিম মুহুরী বলেন, তাঁদের মনে রাখা উচিৎ দলের বাইরে গিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জন সভার মঞ্চ ভাংচুর, নাজিরহাট পৌরসভা, আব্দুল্লাহপুর, ভূজপুর, খিরাম, ইউপি নির্বাচনসহ সর্বশেষ গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তৌহিদুল আলম বাবুকে উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আবু তৈয়বকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব বিভিন্ন সময় দলের বেশ কয়েকজন নেতাকর্মী হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ তুলেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজিম উদ্দীন মুহুরী বলেন, দলে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সিনিয়র নেতৃবৃন্দে বিরুদ্ধে কটুক্তি করেছে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলামুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ শাহনেওয়াজ, তসলিম বিন জহুর, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, হারুনুর রশিদ ইমন, সরোয়ার উদ্দীন, ইব্রাহীম সবুজ, মোহাম্মদ আলী চৌধুরী, বোরহান আহমেদ, মুহাম্মদ সাহাবুদ্দীন, মুহাম্মদ লোকমান, মোঃ শাহেদুল ইসলাম মাইনুল করিম সাউকি, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা বেবী জেলী, জানে আলম মেম্বার, যুবলীগ নেতা শহীদুল্লাহ, জামসেদুল আলম শিবলু, কাজী রহমতুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ইরফানুল করিম রাহুল, যুগ্ম আহ্বায়ক আনিসুর সহ উপজেলা আওয়ামীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আরও খবর

Sponsered content