প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৬:১২:১৪ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে মুহাম্মদ (১৭) নামের এক কোরআন হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার নানুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ইউনিয়নের ঢালকাটা গ্রামের ছুরানের বাড়ীর হাবিবুল্লাহ'র পুত্র। স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুহাম্মদ মঙ্গলবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে।
সকালে তার বড় বোন ঘুম থেকে জাগাতে গিয়ে তার শয়ন কক্ষের ছাদের সাথে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদের দেহ দেখতে পায়। খবর পেয়ে বুধবার দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নানুপুর ইউপির (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আমান উল্লাহ বলেন,ঘটনার বিস্তারিত জানার চেষ্ঠা করছে পুলিশ। আমরা তাদের সহযোগীতা করছি।