প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৮:০৩:৫৩ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি প্রতিনিধি : করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনসহ তাদের পরিবারের সদস্যদেও রোগমুক্তি কামনায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিসার ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা নুর হোসেন।