প্রতিনিধি ৭ মে ২০২০ , ৩:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে দুস্ত আসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলার কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদ। ৬ মে বুধবার সকালে ফটিকছড়ি কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে ৩ শত ৫০ অসহায় দুস্থ মানুষদের মাঝে ত্রান সমগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান প্রধান অথিতি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার রতন কান্তি চৌধুরী। এসময় সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, পাইন্দং সূযর্গিরী আশ্রমের সভাপতি ডাঃ বরুণ কুমার বলাই, সুমন কুমার বণিক, আশিষ চক্রবর্তী, আধ্যাপক দয়াল রায়,শিমুল ধর, পন্ডিত লিংকন চক্রবর্তী,সুজিত চক্রবর্তী উপস্থিত ছিলেন।