প্রতিনিধি ৬ মে ২০২০ , ৭:৪৪:১১ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড প্রতিনিধি: উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ফিল্ড হাসপাতালে দুই হাজার সার্জিকেল মাস্ক দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি।
আজ বুধবার ব্যারিস্টার নওফেল এর পক্ষে উক্ত মাস্ক ফিল্ড হাসপাতালের স্বপ্নদ্রষ্টা আমেরিকান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডা. বিদ্যুৎ বড়ুয়ার হাতে তুলে দেন ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম ফয়সাল আহমেদ। গতকাল মঙ্গলবার (৫মে) সকালে মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদানের ঘোষণা করেন ।