প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৪:০৩:৫১ প্রিন্ট সংস্করণ
ডীন সামাজিক বিজ্ঞান অনুষদ ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১(১০) এর ধারা মতে উপাচার্যের ক্ষমতাবলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ্ মো: নিসতার জাহান কবীর-কে সিন্ডিকেট রিপোর্ট সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।
৫ নভেম্বর ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে তা জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। এ আদেশ ০৬/১১/২০২৪ হতে কার্যকর হবে।