রংপুর

ফুলবাড়ীতে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৪:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে আইনজীবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা এ্যাডভোকেট মো. শফিউল ইসলাম কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের ভুক্তভোগী কৃষক আমিনুল ইসলাম ও তার পরিবারবর্গ।

(২৭ সেপ্টেম্বর) রোববার দুপুর ১২ টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আামিনুল ইসলাম বলেন, আমার প্রতিপক্ষরা কিছুদিন পূর্বে আমার আবাদকৃত ৬ বিঘা জমির ধান বিষাক্ত কিটনাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করি।

এতে ক্ষিপ্ত হয়ে আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো সহ বাড়ী পোড়ানোর মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সরকারের সুদৃষ্টি ও সু-বিচার কামনা করছি। এসময় আমিনুল ইসলামের স্ত্রী,ছেলে,ভাতিজাসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content