রংপুর

ফুলবাড়ীতে আসন্ন স্বারদীয় দুর্গা উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৪:৩৯ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে আসন্ন স্বারদীয় দুর্গা উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে আসন্ন স্বারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন কাজি নাইম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্ত, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী।

এসময় বিভিন্ন পুজা মন্ডবের সভাপতি,সম্পাদক, সহযোগী,বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এবছর ফুলবাড়ী উপজেলায় ৬২টি পুজা মন্ডবে স্বারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি একটি মন্ডবের জন্য  হাফ টন করে  মোট ৩১ টন চাল অনুদান হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content