রংপুর

ফুলবাড়ীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৪:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
(১৮ জুন) বুধবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উদ্যোগে কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।  এ সময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো. শাহানুর রহমান জানান, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুবিধার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফসী ধানের বীজ ও ১০ কেজি এমওপি সার  ডি এ পি সার ১০ কেজি করে বিতরন করা হবে। এই উপজেলার মোট ৩ হাজার কৃষক এই বীজ ও সার পাবেন। 

আরও খবর

Sponsered content