প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:০৪:০৫ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।
মঙ্গবার সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি সাবেক মন্ত্রী বর্তমান প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এদিকে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমার মিল্টনের নেতৃত্বে উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাল তমাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র হারান দত্তর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা,ফুলবাড়ী থানার সার্কেল অতিরিক্ত পুলিশ
সুপার মোঃ ফরহাদ হোসাইন ও ওসি মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্স,ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিস,ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন করেন।
এছাড়া সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও তার কর্মময় জিবনের উপর আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।