প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৬:৩৬:০৭ প্রিন্ট সংস্করণ
‘‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা শুরুত্বপূর্ণ’’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
(১৫ অক্টেবার) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী মো. সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিউর রহমান, উপজেলা সমবায় অফিসার মো. মাজাহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেজবাউ রহমান মেজবাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।